15 December, 2023
BY- Aajtak Bangla
রান্নার এমন প্রচুর উপাদান রয়েছে যা জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্ব রয়েছে।
তাদের মধ্যে অন্যতম হল এলাচ।
বাড়িতে এই কয়েকটি জায়গায় এলাচ রাখলে হবে ধনবর্ষা-
বাড়ির লকারে এলাচ রাখলে বাড়িতে পজিটিভ শক্তির বৃদ্ধি পাবে।
লকারে এলাচ রাখলে আর্থিক দিক দিয়েও উন্নতি হবে আপনার।
নিজের বাড়ির লকারে ৫টি এলাচ রেখে দিন। কিছুদিনের মধ্যেই দারুণ ফল পাবেন।
আপনার পার্সে লাল কাপড়ে মুড়ে ৫টি এলাচ রাখলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন।
পার্সে এলাচ রাখলে বাড়িতে সুখ, শান্তি বজায় থাকে।
আপনার সকল কাজে সাফল্য পেতে মনে করে পার্সে রাখুন এলাচ।