12 September, 2023
BY- Aajtak Bangla
v
তবে সঠিক জায়গায় এই মূর্তি না রাখলে আপনার বাড়িতে অশুভ শক্তি আসার সম্ভাবনা দেখা দিতে পারে।
মূর্তিকে সবসময় বাড়ির উত্তর দিকে মুখ করে রাখাই ভালো।
বাড়ির মূল দরজার দিকেও মুখ করে মূর্তি রাখা যাবে।
তবে দক্ষিণ দিকে মুখ করে রাখলে বাড়িতে বিপদ আসার সম্ভাবনা দেখা দিতে পারে।
বাস্তুবিদদের মতে, বাড়িতে সিঁড়ির নীচে নেতিবাচক শক্তি থাকার কারণে এই জায়গায় মূর্তি রাখা একদম উচিত না।
পড়ার টেবিলে গণেশের মূর্তি রাখলে পড়ায় মনোযোগ আসে, গণেশ বুদ্ধির প্রতীক।
বাস্তু মতে বাড়িতে সব ধরণের গণেশের মূর্তি রাখা উচিত না। তবে, সাদা রঙের গণেশের মূর্তি আনলে বাড়িতে সম্পদ ও সম্প্রীতির বৃদ্ধি ঘটতে পারে।
বসা গণেশের মূর্তি বাড়িতে রাখলে আপনার পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।
গণেশকে ভোগ হিসেবে মোদক দিলে তিনি খুব খুশি হবেন।