22 AUGUST, 2024
BY- Aajtak Bangla
টাকার টান সকলেরই। অনেকেরই কষ্টের ফল মেলে না। বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পালক রাখা খুবই শুভ বলে মনে করা হয়। ঘরে ময়ূরের পালক রাখলে শুধু আর্থিক অসুবিধাই দূর হয় না, সুখ শান্তিও আসে।
বাস্তু মতে ময়ূরের পালক সবসময় বাড়ির পূর্ব দিকে রাখা উচিত। তবে শুধু বাড়িতে নয়।
জামার পকেটে ময়ূরের পালক রাখলে মানুষের সৌভাগ্য প্রাপ্তি হয়। কেউ যদি রাতে ঘুমানোর সময় বা শুভ কাজে যাওয়ার আগে ময়ূর পালক রাখে, তাহলে তার চারপাশের পরিবেশও ইতিবাচক হয়ে ওঠে।
নিজের সঙ্গে ময়ূরের পালক থাকলে মানসিক চাপের পাশাপাশি ঘরের আর্থিক সমস্যাও দূর হয়।
এতে ধীরে ধীরে সমস্ত ত্রুটি দূর হয়। রাতারাতি বদলে যায় তার ভাগ্য।
ভোরবেলা ময়ূরের পালক দেখলে তা শুভ লক্ষণ। এর মানে হল জীবনে ইতিবাচকতা আসবে। এছাড়াও, যদি খুব ভোরে ময়ূরের পালক দেখতে পান তবে সুখবর পেতে পারেন।
ময়ূরের পালক সবসময় শুধুমাত্র শুভ অনুষ্ঠানে কেনা উচিত, যেমন জন্মাষ্টমী ইত্যাদি। দক্ষিণ-পূর্ব কোণে ময়ূরের পালক লাগালে বাড়িতে সর্বদা সমৃদ্ধি থাকে এবং অর্থের অভাব হয় না।