BY- Aajtak Bangla
29 January 2025
মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। মনে করা হয়, দেবী সরস্বতীর আরাধনা করলে বিদ্যা-বুদ্ধি লাভ হয়।
আগামী রবিবার সরস্বতী পুজো। এবার ২ দিন পুজো। সোমবারও পুজো হবে।
জ্যোতিষ মতে, সরস্বতী পুজোয় কিছু টোটকা মেনে চললে সাফল্য পাওয়া যায়।
মাটির দোয়াত ও কলম নিয়ে তাতে আলতা দিয়ে মা সরস্বতীর চরণ ছুঁইয়ে পবিত্র জায়গায় রেখে দিন।
তারপরে বাড়িতে যারা পড়াশোনা করে, তাদের কপালে ওই আলতা দিয়ে তিলক লাগান। এতে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। . .
সরস্বতী পুজোর দিন ব্রাহ্মী পাতার রস পড়ুয়ারা খেলে শুভ ফল পাওয়া যায়। . .
যাদের পড়াশোনায় একেবারে মন নেই এবং বোকা হয়, তারা সরস্বতী দেবীর কাছে কলম ও ময়ূরের পালক রালে শুভ ফল পাওয়া যায়।
সারা বছর ওই কলম দিয়ে লিখতে হবে এবং ময়ূরের পালক বইয়ের ব্যাগে রাখলে সাফল্য পাওয়া যায়।