BY- Aajtak Bangla
11 SEPTEMBER, 2023
বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে ও বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে আপনার ঠাকুরঘরকে সাজান এভাবে।
সচেতন থাকবেন, ঠাকুরঘরের দরজা দিয়ে যেন বাতাস, আলো প্রবেশ করতে পারে, এর ফলে অশুভ শক্তি বাড়িতে আসবেনা।
মনে রাখতে হবে, ঠাকুরঘরের দরজা যেন লোহার তৈরি না হয়।
ঠাকুরঘরে প্রদীপকে সবসময় দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে রাখা উচিত।
ঠাকুরঘরে ২ থেকে ৯ ইঞ্চি মাপের মূর্তি বা ছবি রাখতে হবে। তবে তা যেন উত্তর ও পশ্চিম দিকে না থাকে।
ঠাকুরের ছবি বা মূর্তি সবসময় দেওয়াল থেকে দূরে রাখতে হবে।
কোনো মুর্তি যেন একে অপরের মুখোমুখি না থাকে।
বাড়ির সবথেকে পবিত্র ও শান্তির জায়গা হল ঠাকুরঘর।
তাই এই ঘরের রঙ সাদা, হালকা হলুদ, হালকা নীলাভ হওয়া উচিত।