BY- Aajtak Bangla

এই ৪ কথা কখনও কাউকে বলতে নেই, গোপন রাখা উচিত, পরামর্শ চাণক্যের

19  March  2024

আমাদের জীবনে প্রতিনিয়তই নানা ঘটনা ঘটে থাকে। তবে সব ঘটনার কথা সবাইকে বলা কি ঠিক?

প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু কথা থাকে, যা সকলকে বলা যায় না।

কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না, কোন কথা সকলের সঙ্গে শেয়ার করা উচিত আর কোন কথা কাউকে জানানো উচিত নয়।

এ ব্যাপারে বিশেষ পরামর্শ দিয়েছেন পণ্ডিত চাণক্য। তাঁর পরামর্শ অনুযায়ী, এই ৪ কথা কখনও কাউকে বলতে নেই।

নিজের আর্থিক অবস্থার কথা কাউকে বলা উচিত নয়, পরামর্শ চাণক্যের। নিজের অর্থকষ্টের কথা কারও সঙ্গে শেয়ার করা ঠিক নয়।

চাণক্যের পরামর্শ অনুযায়ী, স্ত্রীর চরিত্রের কথা কখনও কাউকে বলা ঠিক নয়। ঘরের কথা বাইরে বলতে নেই।

নিজের দুর্বলতার কথা কখনওই কাউকে জানাবেন না। চাণক্যের মতে, কাউকে দুর্বলতার কথা জানালে, আপনার দুর্বল জায়গায় আঘাত করতে পারেন কেউ।

নিজের অপমানের কথা গোপন রাখার পরামর্শ দিয়েছেন চাণক্য। নিজের কৌশল অপরকে জানাবেন না।