BY- Aajtak Bangla
12 March 2024
হাতে টাকা থাকলে মনের জোর বাড়ে। জীবনে চলার পথে আর্থিক ভিত শক্তপোক্ত হওয়া দরকার।
অনেক সময়ই নানা কারণে বেশি খরচ হয়ে যায়। তাই টাকা হাতে থেকেও যেন চলে যায়।
তবে কিছু টোটকা মেনে চললে খরচ যেমন কমবে, তেমনই আবার হাতে টাকাও থাকবে।
সাধারণত আমরা বাড়িতে আলমারিতে টাকা রাখি। বাস্তু মতে, ঘরে টাকা রাখার সময় এই নিয়ম গুলি মেনে চললেই ঘরে মা লক্ষ্মী থাকবেন।
বাস্তু মতে, আলমারিতে যেখানে টাকা রাখেন, সেই জায়গাটি পরিচ্ছন্ন রাখা দরকার। গুছিয়ে টাকা রাখতে হবে। এলোমেলো ভাবে টাকা রাখলে চলবে না।
টাকা রাখার জায়গায় সুপারি রাখুন। এতে শুভ ফল পাওয়া যায়।
আলমারিতে টাকা রাখার জায়গায় নারকেল রাখাও শুভ। তাই নারকেল রাখলেও অর্থলাভ হয়।
ঘরে টাকা রাখার জায়গায় হলুদ রাখলে কখনও অর্থের অভাব হয় না।
এছাড়া টাকা রাখার জায়গায় তেঁতুল রাখতে পারেন। এতেও শুভ ফল পাওয়া যায়।