09 AUGUST, 2024
BY- Aajtak Bangla
বাড়ির রান্নাঘরে রাখা পাত্রের জন্য বাস্তুশাস্ত্রে বিশেষ নিয়ম রয়েছে।
সেই নিয়মগুলি কী কী জেনে নিন।
ঘরে পিতল, তামা ও কাঁসার তৈরি পাত্র রাখা শুভ বলে মনে করা হয়।
কিছু খাবার প্রস্তুত করতে লোহার পাত্রের প্রয়োজন হয়।
লোহা শনি এবং রাহু দুটি গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়।
যদি কোনও লোহার পাত্র শুভ দান করে তাহলে তা শনির প্রভাবে বলে ধরা হয়।
যদি এটি বাড়িতে অশুভের কারণ হয় তবে এটি রাহুর অধীনে বলে মনে করা হয়।
পশ্চিম দিকে লোহার পাত্র রাখলে শুভ ফল পাওয়া যায়।