27 MAY 2025
BY- Aajtak Bangla
বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকেই লজ্জাবতী গাছ লাগান। বাড়িতে বাচ্চা থাকলে লজ্জাবতী গাছ লাগালে তারা পাতায় হাত দিয়ে খেলে। খুব আনন্দ পায়।
লজ্জাবতী গাছ শুধু স্পর্শ করলেই পাতা বুজে যায় তা নয়, এর অলৌকিক ক্ষমতা আছে।
অনেকে ভাবেন বাড়িতে লজ্জাবতী গাছ রাখআ শুভ নয়। তাই জেনে রাখুন বাড়ির টবে লজ্জাবতী গাছ লাগিয়ে রাখলে কী হয়।
লজ্জাবতী গাছকে হিন্দিতে শমী গাছ বলা হয়।
বাস্তু অনুসারে, ঘরে লজ্জাবতী গাছ লাগালে শনিদেব, লক্ষ্মী ও শিবের আশীর্বাদ পাওয়া যায়।
এই গাছের সঙ্গে শনিদেবের সরাসরি সম্পর্ক রয়েছে। শনিদেবেরও ভীষণ একটি প্রিয় গাছ।
লজ্জাবতী গাছ সাধারণত শনিবার পুঁততে হয়।
লজ্জাবতী গাছ বাড়ির প্রধান প্রবেশদ্বারে লাগান এমন জায়গায় যাতে এই ঘর থেকে বেরনোর সময় আপনার ডান দিকে থাকে।
কোনও কারণে বাড়ির বাইরে গাছ লাগাতে না পারলে বাড়ির ছাদেও লাগাতে পারেন। তাহলে দক্ষিণ বা পূর্ব দিকে লাগানো সবচেয়ে শুভ।
সম্ভব হলে উত্তর-পূর্ব দিকে এই গাছ লাগান, সেটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
বাড়িতে লজ্জাবতী গাছ না থাকলেও নিয়ে আসুন। প্রচুর সম্পদ পাবেন, শনির রোষের থেকেও দূরে থাকবেন।