21 September, 2023

BY- Aajtak Bangla

v

পঞ্চমুণ্ডির আসনে তন্ত্রসাধনা, বাংলার কিরীটেশ্বরী মন্দির

ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। 

জানা যায়, রাজা রামকৃষ্ণ রায়ের মতো সিদ্ধতান্ত্রিক এখানে পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে সিদ্ধিলাভ করেন। 

 মন্দির মুর্শিদাবাদের দহপাড়া রেল স্টেশন থেকে ৫ কিলোমিটার দূরে।

অনেকে বলেন এখানে সতীর মুকুট বা কিরীট পড়েছিল। সেই কারণে দেবীকে ‘মুকুটেশ্বরী’ বলেও ডাকা হয়।

কালীপুজোর দিন হাজার হাজার শাক্ত-বিশ্বাসীর সমাগম হয়।

যে মুকুটের মহিমাতেই এই শক্তিপীঠের উৎপত্তি তা রানি ভবানীর গুপ্ত মঠে সুরক্ষিত রয়েছে। 

কিরীটেশ্বরী দেবীকেও একটি লাল রঙের কাপড়ে আবৃত করে রাখা হয়।

কিরীটেশ্বরী গ্রামটিতে প্রচুর মন্দির রয়েছে।

নবাব সিরাজদৌল্লার কাহিনীও জুড়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে।

দেবীর চরনামৃত মুখে নিয়েই নাকি মীরজাফর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন