BY- Aajtak Bangla
24th September, 2024
কথিত আছে যে গুণী, ভদ্র স্ত্রী কোনও পরিবারে থাকলে প্রতিটি সদস্য এবং পরবর্তী প্রজন্মকে উন্নতির পথে এগিয়ে দিতে পারে।
শাস্ত্র মতে ভাগ্যবান মহিলা পরিবারের সুখ-সমৃদ্ধির কারণ হতে পারে। জ্যোতিষ শাস্ত্রে এমন ভাগ্যবান ও গুণী মহিলার কিছু লক্ষণ সম্পর্কে জানানো হয়েছে।
আসুন লক্ষ্মীমন্ত মেয়েদের লক্ষণগুলো জেনে নেওয়া যাক।
শাস্ত্রমতে, যে মহিলাদের চুল ঘন, সোজা ও ঢেউ খেলানো হয়, তাঁরা খুবই সৌভাগ্যবান হয়ে থাকে। সংসারে সুখ-সমৃদ্ধি নিয়ে আসেন।
শাস্ত্র অনুযায়ী গোল মুখ ও উজ্জ্বল চোখ রয়েছে যে স্ত্রীর তাঁরা অত্যন্ত ভাগ্যশালী। এঁরা খুবই দয়ালু হয়ে থাকেন।
চওড়া ও উজ্জ্বল কপালও ভাগ্যবতী মেয়েদের লক্ষণ। পরিবার ও সমাজে প্রচুর মান-সম্মান লাভ করেন এঁরা।
শাস্ত্র অনুযায়ী যে মহিলার নাকে তিল থাকে, তাঁরা পরিবারের সুখ-সমৃদ্ধি বাড়িয়ে নিয়ে যান। কেরিয়ারে প্রচুর উন্নতি করতে পারেন এই মহিলারা।
মুক্তোর মতো সাদা দাঁতও সৌভাগ্যের প্রতীক। অন্য দিকে কোনও মহিলার ওপরের দুটি দাঁতের মাঝে ফাঁক থাকাকেও অত্যন্ত ভাগ্যশালী মনে করা হয়।
শাস্ত্র অনুযায়ী যে মহিলার ঠোঁট গোলাপী ও ঠোঁটে তিল থাকে, তাঁরা পরিবারের সদস্যদের ভাগ্য চমকে দিতে পারেন।
কোনও স্ত্রীর হাত ও পায়ের তালু মোলায়েম, লাল আভাযুক্ত হলে, তাঁদের সাক্ষাৎ লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়।