02 JUNE, 2024

BY- Aajtak Bangla

বাবা লোকনাথের ১০ উপদেশ, যা আজীবন সঠিক পথ দেখায়

লোকনাথ ঘোষাল, যাঁকে আপামর মানুষ চেনেন বাবা লোকনাথ ব্রহ্মচারী বলে। অনেকের কাছে তিনি শুধুই লোকনাথ বাবা। 

বাংলার উত্তর ২৪ পরগণা জেলার চাকলা গ্রাম থেকে সমগ্র ভারত জুড়ে সাধনা করার পর তিনি হয়ে উঠেছিলেন সিদ্ধপুরুষ লোকনাথ ব্রহ্মচারী।

বিশ্বাস তিনি যে কোনও বিপদে তাঁকে স্মরণ করলে ভক্তদের সাহায্য করেন।  সমস্ত মানুষের সমস্তরকম বিপদে-আপদে রক্ষা করেন। 

সেই বাবা লোকনাথের এমন ১০টি বাণী ভীষণ উল্লেখযোগ্য, যেগুলি এক লহমায় বদলে দিতে পারে যেকোনও মানুষের জীবন। 

১) "সত্যের মতো পবিত্র আর কিছু নেই। সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপানস্বরূপ, সন্দেহ নেই।"

২) "অন্ধকার ঘরে থাকিলে, তোকে যদি কেহ জিগ্যেস করে তুই কে? তুই বলিস “আমি”। আমাকে যদি কেহ জিগ্যেস করে, আমিও বলি "আমি"। নামে নামে এত মিত্রতা হয়, আর আমিতে আমিতে কী কোনও মিত্রতা হইতে পারে না?"

৩) “ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে, ভগবান তার মঙ্গল করেন।” 

৪) “গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না।” 

৫) “অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলে ,বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনও লাভ নেই।”

৬) “ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভাল কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস, সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি।”

৭) "যে ব্যক্তি সকলের সুহৃদ। আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী।"

৮) "দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি, তা আমিই পাব, আমি গ্রহণ করবো। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি।"

৯) “বাক্যবাণ, বন্ধুবিচ্ছেদবাণ ও বিত্তবিচ্ছেদবাণ; এই তিনটি বাণকে সহ্য করিতে পারিলে মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায়” 

১০) "যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রিয়, মর্যাদা রক্ষা করতে জানে, আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি।"