BY- Aajtak Bangla

আপনার সবচেয়ে বড় শত্রু কে? চিনিয়ে দিলেন চাণক্য

7th September, 2024

আচার্য চাণক্য ছিলেন একধারে কূটনীতিজ্ঞ, রাজ-উপদেষ্টা, দার্শনিক, শিক্ষক, সুবিচারক।

প্রজন্মের পর প্রজন্মকে চাণক্য তাঁর নীতি ব্যক্ত করে জীবনে সাফল্যের সঙ্গে এগিয়ে চলার পথের দিশা দিয়ে গিয়েছেন।

চাণক্য জীবনে সুখী হওয়ার আদর্শ উপায় সম্পর্কে জানিয়েছেন।

সেরকমভাবেই চাণক্য জানিয়েছেন আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আসলে কে।

তাকে ত্যাগ করতে পারলেই জীবনে সুখ-সমৃদ্ধি, সফলতা আসতে একদম দেরি করে না।

চাণক্য মতে রাগ হল আমাদের সবচাইতে বড় শত্রু। কারণ ক্রোধান্বিত অবস্থায় কোনও সিদ্ধান্তই সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না।

রাগত অবস্থায় কোনটি ভুল ও কোনটি ঠিক তা স্পষ্টভাবে স্থির করা যায় না। তাই রাগ আমাদের সবচেয়ে বড় শত্রু।

এরপর হল লোভ। লোভও জীবনের শত্রু হিসাবেই বিবেচিত।

কখনওই লোভের দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়। লোভের বশবর্তী হলে বারংবার ভুল পদক্ষেপ নেওয়ার আশঙ্কা বাড়ে।