28 JUNE, 2023

BY- Aajtak Bangla

পুরীর জগন্নাথ মন্দিরের রক্ষক কে ? জানলে হবেন অবাক

আজ উল্টো রথ। ওড়িশার জগন্নাথ পুরী মন্দিরে দর্শনার্থীদের প্রচুর ভিড়।

কিন্তু আপনারা কি জানেন, যে এই মন্দিরের রক্ষক কে ? জানলে অবাক হয়ে যাবেন।

এই মন্দিরের রক্ষক স্বয়ং পবন পুত্র হনুমান।

আসলে এক দিন পুরীর সমুদ্রের ঢেউয়ের শব্দ প্রভু জগন্নাথের বিশ্রামে বেঘাত ঘটায়।

মন্দিরের অবস্থা দেখে তিনি পবন পুত্র হনুমান কে আদেশ করেন এই মন্দিরের রক্ষা করতে।

পুরাণ মতে, বলা হয় যে জগন্নাথ দেব স্বয়ং শ্রী রামের অবতার। কাজেই ওনার আজ্ঞা মেনে নিলেন হনুমান।

হনুমানের সেই মন্দির আজ বেদী হনুমান মন্দির নামে বিখ্যাত।

এটি পুরী থেকে ২৭ কিমি দূরে সিরুলি নামের একটি জায়গায় অবস্থিত।

আপনাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা।