BY- Aajtak Bangla
16 October 2024
লক্ষ্মীপুজোয় আলপনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ধর্মীয় রীতি অনুযায়ী, আলপনার নকশার উপর নির্ভর করে লক্ষ্মীর কৃপা। টাকা ও সুখ সমৃদ্ধিতে ভরে থাকে।
লক্ষ্মীপুজোর আলপনার কিন্তু বিশেষত্ব রয়েছে। ধানের ছড়া, পদ্ম, লক্ষ্মীর পা এবং প্যাঁচা আলপনার মধ্যে থাকবেই।
এই আলপনা দিয়েই পুজোর মাহাত্ম্য অনেক খানি বর্ননা করা যায়। তেমনই বলা হয় লক্ষ্মী পুজোর আলপনা একদম বাড়ির সদর দরজা পর্যন্ত দিতে হয়।
পেঁচা: লক্ষ্মীর বাহন পেঁচা। শুভ কাজের প্রতীক হিসাবেও ধরা হয় পেঁচাকে। লক্ষ্মীপুজোর আয়োজনে তাই আলপনাতেও থাকে তার উপস্থিতি।
লক্ষ্মীর পায়ের ছাপ: চৌকাঠ পেরিয়ে মা লক্ষ্মী ঘরে আসবেন, তাতে তাঁর পায়ের প্রতীকী ছাপের আলপনা দেওয়া হয়।
ধানের শিষ: কোজাগরী কথার অর্থ ‘কে জাগে রে?’ প্রচলিত বিশ্বাস বলে, যে জেগে থাকবে, তার ঘরে মা লক্ষ্মী আসবেন পায়ে হেঁটে এবং ধান ছড়িয়ে যাবেন।
মাছ: অনেক বাড়িতেই পুজোর দিন মা লক্ষ্মীকে ইলিশ মাছ উৎসর্গ করা হয়। যার প্রতিফলন দেখা যায় আলপনাতেও।
পুজোতে মাছ উৎসর্গ করা হলে আলপনাতেও সেই নকশার আঁকার দেওয়া হয়।
পদ্ম ফুল: লক্ষ্মীপুজোয় পদ্মফুল থাকেই। বেশির ভাগ বাড়িতেই লক্ষ্মীর ঘটের কাছে পদ্মফুলের সূক্ষ্ম নকশার আলপনা দিতে দেখা যায়।