14 OCTOBER, 2024
BY- Aajtak Bangla
কোজাগরী পূর্ণিমায় মূলত রাত জেগে দেবী আরাধনার চল রয়েছে। তিথি অনুযায়ী কখন করা যাবে লক্ষ্মীপুজো, জেনে নিন একনজরে।
এবারের পুজো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ১৬ এবং ১৭ অক্টোবর দুই দিনই পুজো হবে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সন্ধে ৭.৪২ মিনিট ৩৭ সেকেন্ডে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু।
আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার রাত ৮টা ৪১ মিনিটে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ।
প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়। এবার কোজাগরী পূর্ণিমা পড়েছে ১৬ অক্টোবর রাত ৮.৪৫ মিনিটে আর পূর্ণিমা ছাড়বে ১৭ অক্টোবর ৪.৫০ মিনিটে।
পূরাণ মতে, কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো’। ধনে গুঁড়ো
কথিত, লক্ষ্মীমাতা এই রাতে পরিক্রমা করেন এবং দেখেন কারা জেগে আছে। ধনে গুঁড়ো
অনেকে আবার বলেন, কোজাগরী পূর্ণিমা রাতে যে জেগে থাকেন এবং পাশাখেলা করেন তাঁকে মা লক্ষ্মী ধনসম্পত্তি দান করেন। ধনে গুঁড়ো