BY- Aajtak Bangla
26 OCTOBER, 2023
দেবী লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে।
যে কোনও পুজোয় ফুল আবশ্যিক। লক্ষ্মী পুজোয় টুনি ফুল লাগে। তবে এই বিশেষ দিন ধনদেবীকে এই চারটি ফুল অর্পণ করুন।
আচার অনুসারে দেবী লক্ষ্মীর পুজো করলে ঘরে সমৃদ্ধি আসে। সনাতন ধর্মে ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে।
লাল রঙের জবা ফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয়। লক্ষ্মীর পুজোর দিন ধনদেবীর উদ্দেশ্যে জবা ফুল নিবেদন করলে ধন-সম্পদ আসে এবং সমৃদ্ধি বাড়ে।
লাল গোলাপের সুবাসে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। লক্ষ্মী শুক্রের মালিক। দেবীকে লাল গোলাপ নিবেদন করলে, বৈষয়িক সুখ পাওয়া যায়। সম্পদ বৃদ্ধিও হয়।
কোজাগরী পূর্ণিমার দিন, কমলা বা হলুদ রঙা গাঁদা ফুল মহালক্ষ্মীকে নিবেদন করলে তিনি প্রসন্ন হন। গাঁদা ফুল নিবেদন করলে জ্ঞান লাভ হয়।
মা লক্ষ্মী পদ্ম ফুলের উপর উপবিষ্ট। সব ফুলের মধ্যে পদ্ম তাঁর সবচেয়ে প্রিয়।
২৮ অক্টোবর (১০ কার্তিক), রবিবার পড়েছে এবছরের কোজাগরী লক্ষ্মী পুজো।
২৭ অক্টোবর রাত ৩/৪০/৫৫ থেকে ২৮ অক্টোবর রাত ১/৫৫/১৪ অবধি থাকবে পূর্ণিমা তিথি।