BY- Aajtak Bangla

এসব ইঙ্গিতেই বুঝবেন আপনার উপর তুষ্ট হয়েছেন দেবী লক্ষ্মী? 

15 OCTOBER 2024

হিন্দু ধর্মে মা লক্ষ্মীর গুরুত্ব অনেক। লক্ষ্মীকে সম্পদ ও ঐশ্বর্যের দেবী বলে মনে করা হয়।

বিশ্বাস করা হয়, যে ব্যক্তি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান, তার বাড়িতে সুখ- শান্তি বিরাজ করে এবং অর্থাভাব হয় না।

মহালক্ষ্মী আপন গৃহে প্রবেশ করলে, কী কী বিশেষ লক্ষণে বুঝবেন ? 

দেবী লক্ষ্মীর বাহন পেঁচা। তাই পেঁচার হঠাৎ আবির্ভাব খুবই শুভ বলে মনে করা হয়। এর অর্থ আপনি কিছু ভাল খবর পাবেন।

সকালে ঘুম থেকে ওঠার পর ঝাড়ু দেখা শুভ। বিশ্বাস করা হয় যে ঝাড়ুতে দেবী লক্ষ্মী বাস করেন।

হিন্দু ধর্মে শঙ্খকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। সকালে ঘুম থেকে ওঠার পর শঙ্খধ্বনি শুনলে বুঝবেন লক্ষ্মী আপনার ঘরে আসছে।

বাড়ির প্রধান দরজায় কালো পিঁপড়ের পাল দেখা শুভ। এর অর্থ গৃহে টাকার বৃষ্টি হবে।

পুরুষের ডান হাত এবং নারীর বাম হাত চুলকালে বুঝবেন টাকা আসবে জীবনে।

ওম শ্রী লক্ষ্মী সহোদায় নমঃ - মা লক্ষ্মীর এই মন্ত্র জপ করুন। অন্তত ৫ বার জপ করলে দেবী লক্ষ্মীর স্থায়ী আবাস হয় গৃহে।