BY- Aajtak Bangla

ময়ূরের পালকে বাড়বে আয়-ফিরবে ভাগ্য, জানুন উপায়

04 SEPTEMBER, 2023

ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। তাই কৃষ্ণ উপাসকরা তাদের বাড়িতে ময়ূরের পালক রাখেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ময়ূরের পালক রাখলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়।

এছাড়া অর্থনৈতিক অবস্থাও মজবুত হয়। যদি আপনার আর্থিক অবস্থাও দুর্বল হয় বা আপনি ঋণের নিচে পড়ে থাকেন, তাহলে কৃষ্ণ জন্মাষ্টমীতে ময়ূরের পালক দিয়ে করুন এই ব্যবস্থাগুলি।

যদি আপনার আর্থিক অবস্থা দুর্বল হয়, তাহলে জন্মাষ্টমীতে নিকটতম মন্দিরে যান এবং বাঁকেবিহারী কৃষ্ণ কানহাইয়া এবং রাধা রানীকে ময়ূরের পালক অর্পণ করুন।

জন্মাষ্টমীর চল্লিশ দিন পর আবার মন্দিরে গিয়ে ময়ূরের পালক এনে নিরাপদে রাখুন। এই প্রতিকার গ্রহণ করলে আর্থিক অবস্থা মজবুত হয়।

আর্থিক অবস্থা খারাপ হয়ে থাকলে জন্মাষ্টমীতে ময়ূরের পালক কিনে বাড়িতে নিয়ে আসুন। এবার ময়ূরের পালকের ওপর গঙ্গাজল ছিটিয়ে বাড়ির কোনো শুভ স্থানে রাখুন। ফল পাবেন।

শনিদেবও শ্রীকৃষ্ণের উপাসক। আপনি যদি শনির অশুভ দৃষ্টিতে বিরক্ত হন, তাহলে জন্মাষ্টমী তিথিতে তিনটি ময়ূরের পালক নিয়ে আসুন। এবার কালো সুতোয় ময়ূরের পালক বেঁধে দিন।

এর পরে, গঙ্গা জল ছিটিয়ে অন্তত ১১ বা ২১ বার শনি মন্ত্র জপ করুন। এই প্রতিকার অনুসরণ করলে ব্যবসায় কাঙ্খিত সাফল্য পাওয়া যায়।

ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে জন্মাষ্টমী তিথিতে বাড়িতে পুজোর পর বাড়ির মূল দরজায় ময়ূরের পালক লাগানোর সময়, "ওম দ্বারপালায় নমঃ জাগ্রে স্থপায় স্বাহা" মন্ত্রটি জপ করুন।

বাস্তু দোষ দূর করতে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পালক লাগান। এই প্রতিকার করলে বাস্তু দোষ দূর হয়, ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়।