19 January, 2024
BY- Aajtak Bangla
গীতায় শ্রীকৃষ্ণ দিয়েছেন মানব ধর্মের পাঠ। যা মাথায় রাখলে জীবনে কখনও হারতে হবে না।
শ্লোক- কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত্বকর্মণি।।
অর্থ: এই শ্লোকে শ্রী কৃষ্ণ বলছেন যে ফলের ইচ্ছা করে কর্ম করা উচিত নয়।
ফলের আশা না থাকলে ব্যর্থ হলেও মন ভাঙবে না। ব্যর্থতার অনুভূতি না থাকলে অবসাদও আসবে না।
শ্লোক- সুখদুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ, ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপমবাপ্স্যসি।।
অর্থ- সুখ-দুঃখ, লাভ-ক্ষতি ও জয়-পরাজয়কে সমান মনে করে যুদ্ধে নামো।
সারমর্ম- জেতার পরও কর্ম করে চলতে হবে। আবার হারলে কারণ খুঁজে বের করে নতুন করে ঝাঁপাতে হবে। হার-জিত যেন মনে কোনও প্রভাব না ফেলে।
শ্লোক- ধ্যায়তো বিষয়ান্ পুংসঃ সঙ্গস্তেষূপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোহভিজায়তে।।
অর্থ: যে কোনও বিষয়ে খুব বেশি চিন্তা করলে সেই বস্তুর প্রতি আসক্তি এবং আকাঙ্ক্ষা তৈরি হয়।
সারমর্ম: কোনও জিনিসের প্রতিই অতিরিক্ত আবেগ বা মায়া রাখতে নেই। সেই বস্তু না পেলে মন ভেঙে যায়।