15 OCTOBER 2025

BY- Aajtak Bangla

কুবেরের প্রিয় এই গাছ, ধনতেরাসে বাড়িতে লাগালে মালামাল

এমন একটি গাছ আছে যা কুবেরের খুব প্রিয়। এই ধনতেরাসে কুবেরের প্রিয় এই গাছ বাড়িতে নিয়ে আসুন। 

ক্র্যাসুলাকে ভগবান কুবেরের প্রিয় উদ্ভিদ বলে মনে করা হয়। 

একটি বিশেষ বিষয় হল এটি লাগালে কোনও বিশেষ জায়গার প্রয়োজন নেই।

ক্র্যাসুলা শুক্র গ্রহের সঙ্গে যুক্ত হতে দেখা যায় যা সম্পদের জন্ম দেয়। 

ভগবান কুবেরের এই গাছটি খুব পছন্দের। 

এছাড়াও, শুক্র গ্রহকে শক্তিশালী করে এবং আর্থিক লাভে সহায়তা করে। 

যদি ক্রমাগত আর্থিক সমস্যার সম্মুখীন হন বা বাড়িতে অর্থের অভাব থাকে তবে এই গাছটি বাড়ির উত্তর দিকে লাগাতে হবে। 

এই গাছটি লাগানোর সময় মনে রাখবেন এটি যেন অন্ধকারে না থাকে এবং এর পাতা সবসময় পরিষ্কার থাকে।