BY- Aajtak Bangla
12 April 2024
টাকা না থাকলে এক পা-ও চলা যায় না। জীবনের পথ চলতে গেলে আমাদের অর্থের প্রয়োজন হয়।
বাস্তু মতে, ঘরে কিছু টোটকা মেনে চললে কখনও অর্থাভাব হয় না।
জ্যোতিষ মতে, কুবের হলেন সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক। তাই কুবেরকে তুষ্ট করতে পারলে অর্থলাভ হয়। ।
বাস্তু মতে, ঘরে কুবের যন্ত্র রাখা অত্যন্ত শুভ। এই যন্ত্র রাখলে টাকার জোয়ার আসে। . ।
তবে যেমন তেমন ভাবে কুবের যন্ত্র ঘরে রাখলে কিন্তু চলবে না। জেনে নিন কীভাবে রাখবেন... ।
বাস্তু মতে, ঘরের পূর্ব কিংবা উত্তর দিকে রাখুন কুবের যন্ত্র।
খেয়াল রাখবেন যন্ত্রটি যেন কেউ স্পর্শ না করেন। যন্ত্রটি নিয়মিত পরিষ্কার করতে হবে।
কুবের যন্ত্রের সামনে শুকনো ফল সাজিয়ে রাখতে পারেন। এতে উপকার পাওয়া যায়।
পুজোর সময় চন্দন বেটে এই যন্ত্রের চার কোণে গোল ফোঁটা দিলে শুভ ফল পাওয়া যায়।