BY- Aajtak Bangla

বাড়িতে নিয়মিত গোপালকে সেবা দেন? ভোগ নিবেদনের নিয়ম জানেন তো?

22 APRIL, 2025

শ্রীকৃষ্ণ হলেন পৃথিবীর ত্রাতা ভগবান বিষ্ণুর অবতার। তিনি রাধারাণীর সঙ্গে পূজিত হন, তবে অনেক ভক্ত ভগবান কৃষ্ণের শিশু রূপেরও পুজো করেন।

বহু বাড়িতেই কৃষ্ণের ছোটবেলার রূপ, ননীগোপালের পুজো করা হয়।  নিয়মিত গোপালের সেবা করেন তারা।

 যদি আপনার বাড়িতেও গোপাল থাকে, তবে ছোট শিশুর মতো তার যত্ন করা উচিত।

রোজ স্নান করানো, সুন্দর পোশাক পরানো, ঘুম পারানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোগ নিবেদন করা।

শাস্ত্র অনুসারে, শ্রীকৃষ্ণ বা ননীগোপালকে ৫৬ ভোগ নিবেদন করা হয়। তবে এটি দৈনন্দিন জীবনে সবসময় সম্ভব হয় না। 

 তবুও, প্রতিদিন নিয়মিত চারবার লাড্ডু গোপালকে ভোগ নিবেদনের চেষ্টা করা উচিত।

অনেকে খাবার নিবেদন করার কয়েক মিনিটের মধ্যে তুলে নেন। তবে শাস্ত্র অনুসারে, কমপক্ষে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা ভগবানকে ভোগ অর্পণ করা উচিত।

বিশ্বাস অনুযায়ী, ননীগোপাল যখন খাবার খান, তখন তার বন্ধুরাও সঙ্গে আসেন। সবাই মিলে ভালোবেসে খাবার খান। তাড়াহুড়ো করে খাবার সরিয়ে ফেললে পূর্ণ খাবার খেতে পারে না তারা।

ভোগ নিবেদনের সময় তুলসী পাতা নিবেদন করুন, কারণ তুলসী ছাড়া ভগবান কোনো ভোগ গ্রহণ করেন না। 

ভোগ নিবেদনের পরে ঘণ্টা  বা তালি বাজিয়ে আনন্দের সঙ্গে ঠাকুরকে ভোগ গ্রহণ করার জন্য অনুরোধ করুন।