BY- Aajtak Bangla
19 JUNE 2025
গত বছরের মতো ২০২৫ সালেও মোট দুটি সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২৯ মার্চ।
চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২১ সেপ্টেম্বর, রবিবার। এই গ্রহণটি হল আংশিক সূর্যগ্রহণ।
২১ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ভোর ৩:২৩ পর্যন্ত স্থায়ী হবে সূর্যগ্রহণ । গ্রহণের সময়কাল হবে ৪ ঘণ্টা ২৩ মিনিট মতো।
অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণটি দেখা যাবে।
ভারত থেকে দৃশ্যমান হবে না। তাই কোনও সূতককাল কার্যকর হবে না এখানে।
সনাতন ধর্মে, গ্রহণকে নিছক একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না। এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয়।
গ্রহণ অশুভ বলে বিশ্বাস করেন অনেকে। সেই বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময়কালে, কোনও ধরনের শুভ কাজ করা নিষিদ্ধ।
সূর্যগ্রহণের সময়, ইষ্টদেবের মন্ত্র জপ করা উচিত। এই সময়কালে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করাও শুভ বলে বিবেচিত হয়।