BY- Aajtak Bangla
27 FEBRUARY, 2024
বাস্তুশাস্ত্র অনুসারে, লাফিং বুদ্ধ বাড়িতেও সমৃদ্ধি আনে এবং ভুল জায়গায় রাখলে ক্ষতি হয়। কিন্তু লাফিং বুদ্ধের ১২ রকমের মূর্তি আছে।
অনেকের নিজের বাড়িতে কিংবা অফিসে লাফিং বুদ্ধের মূর্তি রাখেন। এমনকী নিয়মিত পুজোও করেন।
বাড়িতে ও জীবনে সুখ-শান্তি, সমৃদ্ধি রাখতে লাফিং বুদ্ধের মূর্তি রাখা হয়।
এই লাফিং বুদ্ধের চেহারাটা বেশ বড়, গোলাকার পেট এবং মুখ খুব হাসিখুশি।
তবে কখনও ভেবে দেখেছেন কে এই লাফিং বুদ্ধ, কী তাঁর আসল নাম?
আসলে চীনা সন্ন্যাসী হিসাবে পরিচিত হোটেই বা পুতাই লাফিং বুদ্ধ নামে পরিচিত।
সন্ন্যাসী 'বুদাই' নামেও পরিচিত ছিলেন। বহু শতাব্দী আগে এই চীনা সন্ন্যাসীর বসবাসের কথা উল্লেখ করা হয়েছে।
পুতাই ছিলেন সর্বদা শান্ত, আনন্দদায়ক, সহায়ক প্রকৃতির মানুষ। পরবর্তীতে লাফিং বুদ্ধ হিসাবে পরিচিতি লাভ করেন।
বাড়িতে কোন মাপের লাফিং বুদ্ধ রাখবেন, আর ঠিক কোন জায়গায় রাখবেন সেটা অবশ্যই জানা জরুরি।