BY- Aajtak Bangla
11 FEBRUARY, 2025
ভারতীয় রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলার মধ্যে লবঙ্গ অন্যতম। লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়ায় না। ধর্মীয় কাজেও লবঙ্গ দারুণ উপকারী।
জ্যোতিষশাস্ত্র মতে, লবঙ্গের টোটকা মানলে, দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধান হয়।
আর্থিক উন্নতি পেতে একটি পানের মধ্যে ২ টি লবঙ্গ, ১ টি এলাচ ও ১টি গোটা সুপারি গণেশের চরণে অর্পণ করুন।
চাকরির পরীক্ষা বা ইন্টারভিউতে বসার আগে মুখে ১ টা লবঙ্গ রাখুন, সাফল্য নিশ্চিত।
বাড়িতে রোজ অশান্তি লেগে থাকলে, শনিবার ৩ টুকরো কর্পূরের সঙ্গে ৩টি লবঙ্গ মিশিয়ে জ্বালান। তবে এই কাজটি ঘরের বাইরে করতে হবে।
ঋণের টাকা ফেরত পেতে, পূর্ণিমা ও অমাবস্যার দিন ২১ লবঙ্গ কর্পূর দিয়ে জ্বালিয়ে, দেবী লক্ষ্মীর ধ্যান করুন।
যে কোনও শুভ কাজে বাইরে যাওয়ার সময়ে নিজের কাছে ৫ টি লবঙ্গ রেখে দিন। কাজে সাফল্য মিলবে।
বাড়ির কুনজর দূর করতে, ৩ টি করে কর্পূর, লবঙ্গ, তেজপাতা ও দারুচিনি জ্বালান। গোটা বাড়িতে ধুনোর মতো করে ঘুরিয়ে দিন।