লক্ষ্মীপুজোর আগে জেনে নিন কিছু নিয়ম, ফুলে ফেঁপে উঠবে ধন সম্পদ
দুর্গাপুজো শেষ হওয়ার পরে ঘরে ঘরে লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুধু কোজাগরী পূর্ণিমা তিথিতেই নয়, বারো মাস লক্ষ্মী দেবীর আরাধনা চলে ঘরে ঘরে। ধনসম্পদ ও বৈভবের দেবী হিসেবেই পুজো পান তিনি।
লক্ষ্মীপুজো করতে গেলে কিছু নিয়ম অবশ্যপালনীয়। জেনে নিন কী সেই নিয়মকানুন।
মা লক্ষ্মী সাধারণত ভক্তিতে সন্তুষ্ট হন। যে বা যাঁরা সামান্য উপকরণেও ভক্তিভরে লক্ষ্মীপুজো করেন, তাঁদের উপর সন্তুষ্ট হয়ে ধনসম্পদ এবং বৈভবের আশীর্বাদ করেন লক্ষ্মীদেবী।
ঘট স্থাপন করলে তার সঙ্গে অল্প পরিমাণে মাটি, সিঁদুর, ধান, আম্রপল্লব, দূর্বা, আতপ চাল এবং জল প্রয়োজন। কাঁঠালি কলা, হরিতকি, চন্দন, ধূপ, দীপ, ফুল ও তুলসী পাতা প্রয়োজন হয় লক্ষ্মীপুজোয়।
পদ্মফুল একান্ত প্রয়োজনীয় জিনিস এই পুজোয়। আঁকা হয় আলপনাও। তার সঙ্গে লক্ষ্মীপুজো অঙ্গাঙ্গীক ভাবে জড়িত। পুজো শেষ হলে নারায়ণের উদ্দেশ্যে একটি তুলসী অর্পণ করতে হয় ঘটে।
দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে কখনওই তুলসী নিবেদন করবেন না। তা করবেন নারায়ণের উদ্দেশ্যে।
লোহার পাত্র নয়, লক্ষ্মীপুজোয় ব্যবহার করুন তামার পাত্র। লোহা দিয়ে সাধারণত অলক্ষ্মী পুজো হয়। তাই লক্ষ্মীপুজোয় লোহা ব্যবহার না করাই ভাল।
লক্ষ্মীপুজোতে ঘন্টার ধ্বনি ব্যবহার করার নিয়ম নেই। এতে মা লক্ষ্মী চমকে গিয়ে ভয় পেয়ে যান।
এই নিয়মগুলি মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে কখনই বঞ্চিত হতে হবে না।