BY- Aajtak Bangla

বাঁ হাত চুলকাচ্ছে, কীসের ইঙ্গিত জানেন?

17 April, 2025

হাত চুলকালে নাকি তার সঙ্গে অর্থ আসা ও খরচের সম্পর্ক রয়েছে।

এমনটা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়ে থাকে।

বাঁ হাত চুলকালে কী হয় আর ডান হাতের তালু চুলকালে কী হয় অনেকেই এই বিষয়টি নিয়ে কৌতুহলী হয়ে থাকেন।

সাধারণভাবে মনে করা হয়ে থাকে, বাম হাত চুলকোনোর অর্থ লক্ষ্মী ছেড়ে যাওয়া।

এমন ক্ষেত্রে হঠাৎ অর্থনাশ, চুরি, ডাকাতি অথবা অন্য কোনও ক্ষেত্রে বিপুল খরচ হতে পারে বলে আশঙ্কা করে এই সংস্কার।

আবার অন্যদিকে ডান হাত চুলকোলে ধরে নেওয়া হয় অর্থলাভের সম্ভাবনা।

হঠাৎ অর্থাগম, কোনও দূর আত্মীয়ের সূত্রে সম্পত্তিলাভ, নিজেরই লুকিয়ে রাখা এবং পরে ভুলে যাওয়া টাকা হাতে আসা ইত্যদি যা খুশি ঘটতে পারে বলে মনে করা হয়।

মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই উল্টো। সেখানে ডান হাত চুলকোলে অর্থহানি আর বাম হাতে অর্থলাভের কথা বলা হয়।

সত্যি বলতে কি এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুধুই কুসংস্কার।