13 May, 2025

BY- Aajtak Bangla

টিকটিকি পায়ে পড়লে কী হয়? কীসের ইঙ্গিত জানুন

টিকটিকি বাড়িতে দেখলে তা অনেকেরই গা ঘিনঘিন করার বিষয় হয়ে ওঠে।

সাধারণত বাড়ির ছাদে, দেওয়ালে, দরজার পিছনে এবং কোণায় থাকে এরা।

টিকটিকি দেখলে অনেকেরই ভয় লাগে। তবে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে টিকটিকি ঘরে থাকলে তা শুভ বলে মনে করা হয়।

গায়ে টিকটিকি পড়লে মানুষের ভয় আরও বেড়ে যায়। কেউ কেউ চিৎকার শুরু করে দেন।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

কিন্তু আপনি কি জানেন টিকটিকি পড়া অনেক শুভ ও অশুভ বিষয়ের ইঙ্গিত দেয় ?

টিকটিকি বাঁ পায়ে পড়া অশুভ বলে মনে করা হয়। এ কারণে বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে।

টিকটিকি ডান পায়ে পড়লে তা শুভ লক্ষণ। এতে আয়ু বৃদ্ধি, ধন, বস্ত্র, সাফল্য ইত্যাদির ইঙ্গিত দিতে পারে।

যদি আপনার মুখে টিকটিকি পড়ে, তাহলে বুঝবেন আপনি কিছু মিষ্টি খাবার বা মিষ্টি খাবারের স্বাদ নিতে চলেছেন।

তবে এইসব বিশ্বাস শুধুই লোকমুখে প্রচলিত, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।