13 April, 2024

BY- Aajtak Bangla

জীবনে শান্তি চাই? লোকনাথ বাবার এই কথাগুলি মাথায় রাখুন

v

জীবন মানে তাতে ওঠানামা থাকবেই। কিন্তু হতাশ হয়ে আশা ছেড়ে দিলে চলবে না।

লোকনাথ ব্রহ্মচারীর আধ্যাত্মিক দিকটি সকলে জানেন। কিন্তু তাঁর একটি দার্শনিক দিকও ছিল। 

তাঁর বিভিন্ন বাণী আজ, একবিংশ শতাব্দীতে এসেও সমানভাবে প্রযোজ্য। আসুন, তাঁর কিছু বাণী জেনে নেওয়া যাক। 

যে ব্যক্তি সকলের সুহৃদ। আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী।

অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, আর তা ব্যয় করা, সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোন লাভ নেই।

ক্রোধ ভাল, কিন্তু ক্রোধান্ধ হওয়া ভাল নয়।

সত্যের মত পবিত্র আর কিছু নেই, সত্যিই স্বর্গ গমন এর একমাত্র সোপান রূপ সন্দেহ নেই।

মন যা বলে শোন, কিন্তু আত্মবিচার ছাড়িস না।কারণ মনের মতন প্রতারক আর কেউ নেই, মহাপুরুষদের বাক্য, শাস্ত্র বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়।

দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব; আমি গ্রহণ করবো।