13 April,, 2024
BY- Aajtak Bangla
জীবনে চলার পথকে সুগম করার জন্য বাবা লোকনাথ নানা বাণী লিখে গেছেন। এই বাণীগুলি মেনে চললে জীবনে সফলতার পাশাপাশি আপনার মধ্যে মূল্যবোধের বিকাশ হবে।
জীবনে আধ্যাত্মিক হতে চাইলে জীবনের মূল্যবোধ আরও ভালো ভাবে বুঝতে হবে।
সে জন্য প্রতিদিন রাতে শোবার আগে নিজের ভালো ও খারাপ কাজগুলি হিসাব করুন ও খারাপ কাজগুলি আর করবেন না এমন প্রতিজ্ঞা করুন।
জীবনে সফলতা পেতে হলে সত্যকে গ্রহণ করুন। সত্যই জীবনের আসল বন্ধু।
জীবনকে স্বার্থক করে তুলতে আগে প্রয়োজন ভালো মানুষ হয়ে ওঠা। একজন ভালো মানুষই প্রকৃত জ্ঞানী।
বাবা লোকনাথের মত অনুযায়ী অর্থ মানুষকে সারাজীবন কষ্ট দেয়। সেটা উপার্জনের জন্য হোক আর ব্যয় করার জন্য হোক।
কথায় আছে পিতা মাতায় আসল ভগবান। যে সন্তান ইচ্ছা অথবা অনিচ্ছাতে হলেও বাবা মায়ের কথা শোনে ভগবান সারাজীবন তাঁকে আশীর্বাদ করে।
জীবনে প্রতিবাদ করা উচিত কিন্তু আহাম্মকের মত চিৎকার করা উচিত নয়। ক্রোধ থাকা ভালো কিন্তু রাগে অন্ধ হয়ে যাওয়া ভালো নয়।
সবসময় দরিদ্রের সেবা করা উচিত। গরীবের সেবাই আসল ভগবানের সেবা।
যে ব্যক্তি উদার, ধার্মিক, সত্যাচারী, ভক্তিপরায়ণ ও সর্বদা মানুষের মর্যাদা রক্ষা করতে পারে সেই সকল ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা উচিত।