BY- Aajtak Bangla
4 APRIL, 2025
হিন্দু দেবতা রাম বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে তাঁকে অযোধ্যার রাজা বলে সম্বোধন করা হয়েছে।
হিন্দুধর্মে রাম একজন জনপ্রিয় দেবতা। ভারত এবং নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে রামপুজো প্রচলিত আছে। রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম-উৎসব পালন করা হয়।
এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে, হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি।
এবছর ৬ এপ্রিল পড়েছে রামনবমী। জানুন রামচন্দ্রের প্রিয় ফুল কী কী। এসবে ফুল শ্রীরামচন্দ্রের চরণে অর্পণ করলে, তিনি তুষ্ট হন।
পদ্ম বিশুদ্ধতা এবং ঐশ্বরিক সৌন্দর্যের জন্যে বিবেচিত হয়। যা ভগবান রামের খুব পছন্দের। পদ্মের পাপড়ি আধ্যাত্মিক জাগরণ এবং জ্ঞানদানের প্রতীক।
গাঁদা ফুল তার প্রাণবন্ত হলুদ এবং কমলা রঙের জন্যে পরিচিত। এছাড়াও গাঁদা পজিটিভ এনার্জি ছড়ায়। এই ফুল রামকে নিবেদন করলে, সুখ- সমৃদ্ধি বৃদ্ধি পায়।
গাঢ় লাল জবা ফুল ভগবান রামেকে দেওয়া হয়। এই লাল রং ভালোবাসা, আবেগ এবং উগ্রতাকে ব্যাখ্যা করে।
লাল গোলাপ ভালোবাসা এবং ভক্তির কথা বলে। গোলাপও রামের অত্যন্ত পছন্দের। গোলাপের সৌন্দর্যতা এবং সুগন্ধ মনের বিশুদ্ধতা এবং আধ্যাত্মিক ভালোবাসার গভীরতাকে প্রমাণ করে।
জুঁই মিষ্টি সুগন্ধ বিশুদ্ধতা ও ঐশ্বরিক আশীর্বাদের সঙ্গে যুক্ত। রাম নবমীতে রামের পুজো করুন এই ফুল দিয়ে।