13 March,, 2023
BY- Aajtak Bangla
ভগবান শিব ও দেবী লক্ষ্মীর পুজো সব বাড়িতেই হয়ে থাকে।
আমরা বিভিন্ন ভাবে দেবদেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করি।
কিন্তু বাড়ির কোন দিকে রাখবেন ভগবান শিব ও মা লক্ষ্মীর মূর্তি?
জেনে নিন ঠিক কোন দিকে রাখলে ঘরে শান্তি বিরাজ করবে।
ভগবান শিবকে খুশি করতে অবশ্যই উত্তর-পূর্ব দিকে রাখুন শিবের মূর্তি।
এইদিকে কখনও কোনও ভাঙা জিনিস বা বাসন রাখবেন না, আর অবশ্যই ভালোভাবে রং করবেন।
মা লক্ষ্মীকে সবসময় রাখুন বাড়ির উত্তর দিকে, পশ্চিমেও রাখা যায়।
এর ফলে যদি কোনও আর্থিক সমস্যা থেকে থাকে তা থেকে মুক্তি পাবেন।
আর বিশেষভাবে যত্ন নেবেন এই দিকের, লাল কাপড়ে রুপার মুদ্রা রাখতে পারেন।