14 AUGUST, 2024
BY- Aajtak Bangla
হিন্দু ধর্মে আম পাতাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনও শুভ কাজে এই পাতা ব্যবহার করা হয়।
ইতিবাচক শক্তির জন্য - বাড়ির সদর দরজায় আম পাতা ঝুলিয়ে রাখলে, বাড়িতে আসা প্রত্যেক ব্যক্তির সঙ্গে ইতিবাচক শক্তিও ঘরে প্রবেশ করে।
বাড়ির সদর দরজায় একটি কলসিতে আম পাতা বেঁধে রাখলে জীবনের বিভিন্ন সমস্যার অবসান হতে পারে।
শাস্ত্র অনুসারে, ভগবান গণেশের চারপাশে আম পাতা রাখলে এবং আম পাতা দিয়ে ঠাকুর ঘর সাজালে বাড়িতে অর্থের অভাব হয় না।
ঘরে সুখ-সমৃদ্ধির জন্য জলভর্তি একটি কলসে আমের পাতা রাখুন। এরপর রীতি নীতি মেনে দেবী লক্ষ্মীর পুজো করুন।
পরিশ্রমের পরেও যদি জীবনে সাফল্য না পান তাহলে শনিবার আম গাছের পুজো করুন।
শনির কুদৃষ্টি এড়িয়ে চলুন চন্দ্র যদি শনি বা রাহুর পার্শ্বপ্রতিক্রিয়ায় অস্থির থাকে, তাহলে আম গাছে ১ চামচ দুধের সঙ্গে ১ চামচ কালো তিল নিবেদন করুন।