BY- Aajtak Bangla
19 JUNE, 2024
বাস্তু মতে, এমন কিছু গাছপালা রয়েছে যেগুলি সৌভাগ্য বয়ে নিয়ে আসে।
সঠিক নিয়ম মেনে অফিসে বা বাড়িতে সেই সব গাছ লাগালে উন্নতি হয় তরতরিয়ে। এমনই একটি গাছ হল স্নেক প্ল্যান্ট।
জানুন ঘরে স্নেক প্ল্যান্ট রাখার সঠিক দিক এবং এর উপকারিতা কী কী।
বাস্তু মতে, স্নেক প্ল্যান্টের সঠিক ব্যবহার ঘরে পজেটিভ এনার্জি নিয়ে আসে। এই গাছ বাতাস থেকে টক্সিন দূর করে এবং ঘরে অক্সিজেন প্রবাহ বাড়ায়।
মানসিক চাপ কমাতে জুড়ি মেলা ভার এই গাছের। ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এই গাছ।
বাস্তুর নিয়ম মেনে বাড়িতে স্নেক প্ল্যান্ট রাখলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
বাড়ির পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে স্নেক প্ল্যান্ট রাখা শুভ বলে মনে করা হয়।
তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, এই গাছ যাতে অন্য কোনও গাছ দিয়ে ঢাকা না পড়ে যায়।
তা না হলে ঘরে নেতিবাচক প্রভাব পড়তে পারে।