BY- Aajtak Bangla
26 October, 2023
বছরের শেষ চন্দ্রগ্রহণ ২৮ ও ২৯ অক্টোবর। কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে হবে এই চন্দ্রগ্রহণ।
জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণ বিশেষ তাত্পর্যপূর্ণ একটি ঘটনা। এই চন্দ্রগ্রহণটি আংশিক হবে। মেষ রাশি ও অশ্বিনী নক্ষত্রে লাগবে এই গ্রহণ।
ভারতে ২৮ অক্টোবর ঠিক কখন হবে চন্দ্রগ্রহণ? ২৮ তারিখ রাতে চন্দ্রগ্রহণ হবে।
রাত সাড়ে ১১টা থেকে আংশিক ভাবে ঢাকা পড়া শুরু হবে পূর্ণিমার চাঁদ।
২৯ অক্টোবর রাত ১টা ৫ মিনিট থেকে ২টো ২৪ মিনিট পর্যন্ত চলবে গ্রহণ। টানা ১ ঘণ্টা ১৯ মিনিট ধরে চলবে চন্দ্রগ্রহণ।
যেহেতু চন্দ্রগ্রহণ হবে রাত ১টা ৫ মিনিট থেকে। ফলে সূতককাল শুরু হয়ে যাবে বিকেল ৪টে ৫ মিনিট থেকেই। কারণ ৯ ঘণ্টা আগে শুরু হয় সূতককাল।
এটি ২০২৩ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ভারতে দেখা যাবে এই গ্রহণ।
এছাড়াও ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অ্যাটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও অ্যান্টার্কটিকায় দেখা যাবে গ্রহণ।
জ্যোতিষশাস্ত্র বলছে, এই গ্রহণে লাভবান হবে মিথুন, কর্কট, সিংহ, বৃশ্চিক, কুম্ভ রাশির জাতক জাতিকারা।