16 September, 2024

BY- Aajtak Bangla

বহুকাল পর পিতৃপক্ষে চন্দ্রগ্রহণ, বুধবার গ্রহণ কখন লাগছে-কখন ছাড়ছে?  

পিতৃপক্ষ শুরু হতে চলেছে। ২ অক্টোবর মহালয়া। ওই দিনই পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরু হবে।

এরই মধ্যে ১৮ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ। বহুকাল পর পিতৃপক্ষে চন্দ্রগ্রহণ হচ্ছে।

এই গ্রহণের ভারতে প্রভাব ও সূতক কখন, জানালেন জ্যোতিষীরা।

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ বুধবার অর্থাত্‍ ১৮ সেপ্টেম্বর। ভারতীয় সময় অনুসারে, গ্রহণ লাগবে সকাল ৬টা ১২ মিনিটে। ছাড়বে সকাল ১০টা ১৭ মিনিটে।

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না।

মূলত দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলিতে দেখা যাবে।

১৮ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবে ৯ ঘণ্টা আগে।

কিন্তু যেহেতু চন্দ্রগ্রহণটি ভারতে দেখা যাবে না, তাই সূতককাল মান্যতা পাচ্ছে না।

তবুও সূতককাল চলাকালীন পুজো বা ভগবানকে স্পর্শ করা উচিত নয় বলেই দাবি জ্যোতিষশাস্ত্রে।