11 September, 2023

BY- Aajtak Bangla

v

  কৌশিকী অমাবস্যার আগে মা কালীকে দেখছেন স্বপ্নে?

অনেকেই ভাবেন আমরা যেই স্বপ্ন দেখি, প্রত্যেকটা স্বপ্নের কোন না কোন মানে বা কারণ থাকে। 

অনেকে বিপদের সঙ্কেত পায় স্বপ্নের মাধ্যমে। অনেকে আবার ঠাকুর দেবতার স্বপ্নও দেখে থাকে। 

ঠাকুর দেবতার স্বপ্ন দেখা সাধারণত শুভ বলেই মনে করা হয়।

স্বপ্নে দেব দেবীর দেখা পাওয়া শুভ না অশুভ তা নির্ভর করছে আপনি সেই দেব দেবীর কী রূপ দেখছেন। 

আপনি যদি স্বপ্নে মা কালীর মূর্তি দেখেন তাহলে সেটা খুব শুভ বলে মনে করা হয়। 

শাস্ত্র অনুসারে যারা মা কালীর মূর্তি দেখেন, তাহলে তাদের আত্মবিশ্বাস বাড়ে ও নেতিবাচক শক্তিকে ধ্বংস করে। 

এরকম মানা হয় যদি কোন অসুস্থ ব্যক্তি যদি মা কালীর মন্দির দেখেন স্বপ্নে, তাহলে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। 

এরকম মনে করা হয় মা কালীর স্বপ্ন দেখলে সুখ-সমৃদ্ধি আসে ও দ্রুত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 

আপনি যদি মা কালীর উগ্র রূপ দেখেন তাহলে জীবনে সংগ্রাম করলেই আপনি সফলতা লাভ করতে পারবেন। 

স্বপ্নে মা কালীর ছবি দেখলে মনে করা হয় যে সে খুব সাফল্য লাভ করতে পারবেন। 

যদি এরকম স্বপ্ন কেউ দেখে থাকেন তাহলে মনে করা হয় যে সে খুব শীঘ্রই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। 

আপনি যদি স্বপ্নে দেখেন আপনি মা কালীর আরাধনা করছেন তাহলে বুঝবেন আপনি ভবিষ্যতে খুব ভালো কোন খবর পাবেন।