BY- Aajtak Bangla
08 November, 2023
কালী পুজোর দিনে অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীকে ঘরে পুজো করেন অনেকেই।
প্রথমেই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ।
পুজোর স্থানটিকে গঙ্গা জল ছিটিয়ে আসন পেতে ফেলুন।
ধান ছড়িয়ে তার উপর তামার ঘট বসান।
ঘটের মধ্যে জল ভরে তাতে সুপারি , কয়েন, চাল আর গাঁদা ফুল দিয়ে সাজিয়ে রাখুন ।
এবার মা লক্ষ্মীর পাশে রাখুন গনেশকে । সঙ্গে রাখুন বাটি ভরে আতপচাল ।
একটি থালাতে হলুদ গুঁড়ো দিয়ে আঁকুন পদ্মের ছবি।
পুজোর জায়গায় রাখুন মাটির প্রদীপ।
মা লক্ষ্মীকে গাঁদার মালা দিয়ে সাজিয়ে পুজো করুন।
সঙ্গে মাকে নিবেদন করুন ফল মিষ্টি ইত্যাদি।
একটি থালায় চাল, সিঁদুর কৌটো, প্রদীপ দিয়ে আরতি করুন।