BY- Aajtak Bangla
20 OCTOBER, 2023
দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলি নিয়মকানুন রীতিনীতি। যার মধ্যে অনেক নিয়ম অনেকেরই অজানা।
আশ্বিনের শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধিপুজো হয়।
বলা হয় অষ্টমী ও নবমী তিথির শুভ সন্ধিক্ষণই আসলে সন্ধিপুজো। এই বিশেষ তিথিকে শুভ বলে মানা হয়।
সন্ধিপুজোর গুরুত্বপূর্ণ নিয়ম হল, দেবী দুর্গার পায়ে উৎসর্গ করা হয় ১০৮ টি লাল পদ্ম। একই সময়ে জ্বালানো হয় ১০৮ টি প্রদীপ।
মহাষ্টমী কবে? ৪ কার্তিক, ইং ২২ অক্টোবর, রবিবার
পূর্বাহ্ণ ঘ ৯।২৮। মহাষ্টমী সন্ধ্যা ঘ ৫।১৮ পর্যন্ত পূর্বাহ্ণ মধ্যে।
শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।
পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস।
সন্ধিপুজো সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে রাত্রি ঘ ৫।৪২ মধ্যে । সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে সন্ধিপুজারম্ভ।
বলিদান সন্ধ্যা ঘ ৫।১৮ গতে বলিদান।
রাত্রি ঘ ৫।৪২ মধ্যে সন্ধিপুজো সমাপন।