BY- Aajtak Bangla
19 OCTOBER, 2023
দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। জানুন মহাষ্টমীর নির্ঘণ্ট।
মহাষ্টমীর অঞ্জলী ও সন্ধিপূজা খুবই গুরুত্বপূর্ণ। জানুন বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে, মহাষ্টমীর নির্ঘণ্ট।
মহাষ্টমী কবে? ৪ কার্তিক, ইং ২২ অক্টোবর, রবিবার
পূর্বাহ্ণ ঘ ৯।২৮। মহাষ্টমী সন্ধ্যা ঘ ৫।১৮ পর্যন্ত পূর্বাহ্ণ মধ্যে।
শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।
পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস।
সন্ধিপুজো সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে রাত্রি ঘ ৫।৪২ মধ্যে । সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে সন্ধিপূজারম্ভ।
বলিদান সন্ধ্যা ঘ ৫।১৮ গতে বলিদান।
রাত্রি ঘ ৫।৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন।