BY- Aajtak Bangla
22 FEB 2025
সামনেই শিবরাত্রি। এই বিশেষ দিনে শিব-দুর্গার পুজো করা হয়। মহাদেবের আরাধনা করেন অনেকেই।
বলা হয়, বেল পাতায় তুষ্ট হন মহাদেব। জ্যোতিষ মতে, বেলপাতার এসব টোটকা মেনে চললেই সুখের জীবন।
শিবরাত্রিতে মহাদেবকে নিবেদন করা বেলপাতা আলমারিতে রাখুন। এতে আর্থিক সঙ্কট কেটে যায়।
চন্দন দিয়ে বেলপাতায় ওম নমহঃ শিবায় লিখে ঘরে টাকা রাখার জায়গায় রেখে দিন, এতে আর্থিক পরিস্থিতির ভাল হয়। ।
শিবরাত্রির সন্ধেয় বেলগাছের নীচে প্রদীপ জ্বালান। সঙ্গে ফুল ও কুমকুম নিবেদন করতে হবে। এতে জীবনে সমৃদ্ধি আসবে। . .
প্রতি সোমবার ৫টি করে বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন। পুজোর পর এই বেলপাতা পার্স বা মানিব্যাগে রাখুন। . .
প্রতি সোমবার এভাবে বেলপাতা রাখুন মানিব্যাগে এবং আদের সপ্তাহের বেলপাতা জল ভাসিয়ে দিন। এরফলে জীবনে কখনও অর্থাভাব হবে না। . .
শিবরাত্রিতে ঘি ও ক্ষীর দিয়ে বেলগাছের পুজো করলে বিলাসিতায় জীবন কাটবে।