BY- Aajtak Bangla
16 JULY, 2024
দেবাদিদেব মহাদেবকে হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা বলে মনে করা হয়।
সোমবার মন্ত্রোচ্চারণ করুন শিবের। মনের শান্তির পাশাপাশি বিপদমুক্ত হবেন আপনি।
শ্রাবণে নির্দিষ্ট কিছু মন্ত্রোচ্চারণ করে পুজো করুন৷ যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র।
এছাড়াও শিব পুজোর সময় পাঠ করতে পারেন - শিব গায়ত্রী মন্ত্র,পঞ্চকেশরী শিব মন্ত্র, রুদ্র মন্ত্র, ধ্যান মন্ত্র, একাদশা রুদ্র মন্ত্র।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি সর্বরোগ হরণকারী মন্ত্র। এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে রচিত।
এই মন্ত্রটি ঋগ্বেদেও দৃষ্ট হয় - আবার মার্কণ্ডেয় পুরাণেও দৃষ্ট হয়।
এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি , রোগপীড়া , ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয়।
মন্ত্র- ওঁ ত্রম্বকং য্জামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্ । উর্বারূপমিব বন্ধনান মৃতৌমোক্ষীয় মামৃতাত !!
মৃত্যুকে জয় করার মন্ত্র হল মৃত্যুঞ্জয় মন্ত্র। পুরাণ মতে মৃত্যুও মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে ভয় পায়।