BY- Aajtak Bangla

মকর সংক্রান্তির 'সংক্রান্তি' কথার অর্থ কী? আচ্ছা শিক্ষিতরাও জানেন না 

13 JANUARY, 2025

গ্ৰেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে মকর সংক্রান্তি বছরের সর্বপ্রথম উৎসব। 

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি, যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয়। 

বেশীরভাগ বছর মকর সংক্রান্তির দিন অপরিবর্তিত থাকে। সাধারণত ১৪ জানুয়ারি পড়ে মকর সংক্রান্তি। এবছরও এই বিশেষ দিনটি পড়েছে ১৪ জানুয়ারি। 

তবে অনেকই জানেন না এই সংক্রান্তি কথাটির অর্থ কী। 

'সংক্রান্তি' কথাটির অর্থ গমন করা। নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয়। 

শুভ কাজগুলি এদিন থেকেই শুরু হয়। আবার নতুন ফসল তোলার উৎসবই মকর সংক্রান্তি। এদিনে দক্ষিণায়ন শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয়। 

দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় মকর সংক্রান্তি। এই উৎসবকে নতুন ফসলের মরসুমের প্রথম দিন ও শীতকালের শেষ দিন বলে মনে করা হয়। 

এই সময় দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন হয় গঙ্গাসাগর মেলার। 

বিশ্বাস করা হয় এদিন অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয়।