BY- Aajtak Bangla

পুজো দিলেন মমতা, করলেন আরতিও, কালীঘাট মন্দির নিয়ে দিলেন বড় আপডেট

14 April  2024

প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

পুজো দেওয়ার পাশাপাশি এদিন কালীঘাট মন্দিরে আরতিও করতে দেখা গেল মমতাকে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায় এবং কাজরী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল অভিষেক-কন্যা আজানিয়া।

পুজো দেওয়ার পর নবরূপে সজ্জিত কালীঘাট মন্দির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। 

পুজো দেওয়ার পর রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান মমতা।

কালীঘাট মন্দিরে স্কাইওয়াক কবে থেকে চালু হবে, সে ব্যাপারে জানালেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, 'আমি প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন কালীঘাট মন্দিরে আসি, পুজো দিই।'

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, 'এই যে কালীমন্দিরে কাজ চলছে, কুন্ডুপুকুর থেকে শুরু করে পুরোটাই। মন্দিরের ভিতরের সঙ্গে বাইরেও কাজ চলছে। এছাড়াও স্কাইওয়াকের কাজ চলছে। অগস্ট মাসে শেষ হয়ে যাবে।'  

মুখ্যমন্ত্রী বলেন, 'মুকেশরা মন্দিরের চূড়াটা করেছে। প্রায় ২০০ কোটি টাকা আমাদেরও খরচ হয়েছে।'