BY- Aajtak Bangla
19 APRIL, 2024
সংসারে সুখ-শান্তি বজায় রাখতে মানুষ নানা নিয়ম মেনে চলে। জীবনে বিভিন্ন সময় বিপদে পড়লে বাস্তুশাস্ত্রবিদরা তাদের সমস্যা সমাধান করে।
গাছপালা শুধু ঘরকে সুন্দর করে না, বাড়ির সুখ ও সমৃদ্ধিরও প্রতীক। আমগাছ আপনার বাড়িতে ফিরিয়ে আনতে পারে সুখ-সমৃদ্ধি।
আমগাছ আপনার ভাগ্য ফেরাতে পারে। তবে তার জন্য সঠিক স্থানে আমগাছ লাগানো প্রয়োজন।
এছাড়া আমপাতাও জীবনের সমৃদ্ধি ফেরত পাওয়াতে সক্ষম।
বাস্তু মতে, বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে আমগাছ লাগালে তা বাড়ির জন্য অত্যন্ত শুভ।
এতে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বাড়বে। জীবনের অতি কঠিন পরিস্থিতিও সহজে পাড় করতে পারবেন।
তবে বাড়ির খুব কাছাকাছি ও খুব বড় গাছ লাগানো উচিত নয়। বাড়ির উপর গাছের ছায়া যেন কোনও ভাবেই না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে।
এছাড়াও বাড়ির কাছাকাছি এলাকায় ৫ থেকে ৬ মিটারের উঁচু গাছ লাগানো বাস্তুর জন্য ভাল নয়। নয়তো সংসারে অশান্তি হতে থাকে।