14 MAY 2025

BY- Aajtak Bangla

বাড়িতে আম গাছ লাগিয়ে রেখেছেন? জানুন কী হয়

অনেক বাড়িতে ছোট্ট জায়গা থাকলেও তাতে ফল-ফুলের গাছ লাগিয়ে বাগান করেন।

বাস্তু মতে এমন কিছু গাছ আছে যা সৌভাগ্য বা দুর্ভাগ্য নিয়ে আসে।

এমন অনেক গাছ আছে যা আর্থিক কষ্ট বা সমৃদ্ধির পথে বাধা কাটিয়ে দিতে পারে।

অনেকে না বুঝেই বাড়িতে অনেক গাছ লাগান। এর মধ্যে সবথেকে বেশি থাতে আম গাছ।

বাড়িতে আম গাছ রাখলে এর পাতা পুজোর কাজে ব্যবহার হয়, সেই সঙ্গে টক ও মিষ্টি আম পাওয়া যায়।

তবে আম গাছ ভুল দিকে লাগালেই সর্বনাশ হতে পারে সংসারে। তাই বাড়ির কোন দিকে আম গাছ লাগিয়ে রেখেছেন খেয়াল করুন। সঠিক দিক না হলে ঘরে ঝগড়া, অশান্তি বাঁধা।

আম গাছ সংসারে সমৃদ্ধি নিয়ে আসে খুব সহজেই। তবে শুভ দিকে লাগালে তবেই।

এদিকে আমগাছ থাকলে পরিবারে ওপর ইতিবাচক প্রভাব থাকে। কঠিন পরিস্থিতিকে খুব সহজে পার করা যায়।

আম গাছ বিশেষ একটি দিকে লাগালেই সংসারে সমৃদ্ধি সম্ভব। তবে এই গাছ বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে লাগানো খুব শুভ।

তবে আম গাছের ছায়া বাড়িতে পড়লে সংসারে অশান্তি হয়। শুধু তাই না, বাড়িতে ড্যাম পড়তে পারে। তাই বাড়িতে ৫-৬ মিটারের গাছ লাগাবেন। যদি বাড়িতে আমগাছের ছায়া পড়ে তবে নীচে তুলসি গাছ লাগিয়ে দিন। সব দোষ কেটে যাবে।