BY- Aajtak Bangla

  বিয়েতে বাধা? সমস্যা কাটানোর বিশেষ টোটকা 

28 MARCH, 2025

 কথায় বলে, 'জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে'। কবে- কার সঙ্গে বিয়ে হবে, এটা কেউ বলতে পারে না। অনেকেরই বিয়ে নিয়ে নানা সমস্যা হয়। 

সনাতন ধর্মে, সূর্যদেবকে গ্রহের রাজা হিসাবে বর্ণনা করা হয়। বিশ্বাস অনুযায়ী, সূর্যদেবের আরাধনা করলে সকল মনস্কামনা পূরণ হয়। 

জ্যোতিষদের মতে, যাদের সূর্য তাদের রাশিতে শক্তিশালী অবস্থানে না থাকে এবং আপনি চান সূর্য শক্তিশালী অবস্থানে থাকে, তাহলে কিছু প্রতিকার করা জরুরি। 

প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে, স্নান করে তামার পাত্রে জল, চাল, লাল সিঁদুর, লাল ফুল এবং চিনি মিশিয়ে ভগবান সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। 

জ্যোতিষাচার্যের মতে, যাদের বিয়েতে অনেক বাঁধা আসছে বা দেরি হচ্ছে, তাদের তামার পাত্রে জল ও হলুদ মিশিয়ে সূর্যদেকে অর্ঘ্য নিবেদন করা উচিত। 

যারা সূর্যোদয়ের সময় ভগবান সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে চান, তারা সূর্যোদয়ের এক ঘণ্টার মধ্যে অর্ঘ্য নিবেদন করলে বেশি সুবিধা পাবেন। 

এই সময়ে 'ওম ঘ্রিণী সূর্য নমঃ' মন্ত্রটি জপ করতে হবে। এতে সূর্য দেবতা প্রসন্ন হোন।

সূর্যদেবের পুজো করলে ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সেই সঙ্গে সূর্যের ইতিবাচক প্রভাবে সমাজে সম্মান বৃদ্ধি, রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য ও সরকারি চাকরি পেতে পারেন। 

Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।