11 MARCH 2025

BY- Aajtak Bangla

হর হর মহাদেব! চিতাভস্মের হোলি শুরু, গায়ে কাঁটা দেওয়া ঘটনা

হোলি (Holi 2025) মানেই বারাণসীর শ্মশানের হোলি। এ এমন এক হোলি, যেখানে আবির বা রঙে খেলা হয় না। মাখানো হয় চিতাভস্ম।

মৃতদেহের ছাই মাখিয়ে হোলি। ইতিমধ্যেই বারাণসীতে শুরু হয়ে গিয়েছে মাসান হোলি (Masan Ki Holi)।

মনিকর্ণিকা ঘাটে বারবার ধ্বনিত হচ্ছে 'হর হর মহাদেব'। হিন্দু মতে বিশ্বাস, মনিকর্নিকা ঘাটে চিতাভস্মে হোলি খেলা এক পরম পরম সৌভাগ্য।

মাসান হোলি বা শ্মশান হোলি আজ অর্থাত্‍ ১১ মার্চ থেকে শুরু হল। মাসান হোলি শুরু হয় রঙ্গভরি একাদশীর দ্বিতীয় দিনে।

চিতাভস্ম মেখে এই হোলি খেলার মানে হল, ভক্তদের বিশ্বাস, স্বয়ং মহাদেব তাঁর ভক্তদের সঙ্গে হোলি খেলেন কাশীর মনিকর্ণিকা ঘাটে।

এছাড়াও সাধুদের মতে, চিতাভস্মে হোলি খেললে মন, মগজ, শরীরের সব ময়লা দূর হয়ে যায়।

বারাণসীতে চিতাভস্মের এই হোলি শুধু হিন্দু ধর্মের মানুষরাই খেলেন না। নানা জাতি, ধর্মের মানুষ এই হোলিতে অংশ নেন। কোনও ভেদাভেদ নেই।

মশান শব্দটির সঙ্গে বাংলাভাষায় আরেকটি শব্দ জড়িয়ে রয়েছে। সেই শব্দটি মশানের আগে বসে - শশ্মান।

শশ্মানমশান যুক্তভাবে ব্যবহার করা হয় বাংলায়। আর হবে নাই বা কেন। মশান শব্দের অর্থও যে আদতে শশ্মানই।  

আর এক পৌরাণিক কাহিনি অনুযায়ী শিব যমরাজকে পরাজিত করেন। তাই মৃত্যুকে জয় করার জন্য মাসানের হোলি খেলা হয়।