2 JULY, 2023
BY- Aajtak Bangla
বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের গুরুত্ব বহুগুণ। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ময়ূরের পালক। তাই তাঁর মাথায় এটা সর্বদা দেখা যায়।
জানেন কি বাড়িতে ময়ূরের পালক রাখা শুভ। তাতে দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়। কারণ ময়ূরের পালক আমাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করে।
বাড়িতে ময়ূরের পালক রাখলে ধন-সম্পদের অভাব হবে না। আয়-উন্নতির পথও খুলে যায়।
বাড়ির দক্ষিণ দিকে থাকা কোনও ভল্টে ময়ূরের পালক রাখলে উপকারিতা মেলে।
লাল রঙের কাপড়ে ময়ূরের পালক বেঁধে ভল্টে রাখতে হবে। এতে অঢেল সম্পদ লাভ হবে।
বাড়ির পূর্ব দিকের দেওয়ালে ময়ূরের পালক রাখতে হবে। এছাড়াও উত্তর পশ্চিম দিকের দেওয়ালে রাখাও শুভ। এতে রাহু দোষ কেটে যায়।
বাড়িতে থাকা ভগবান শ্রীকৃষ্ণের ছবির পায়ের কাছে ময়ূরের পালক রেখে দিন।
অর্থযোগ তীব্র করতে পার্সে একটা ময়ূরের পালক সব সময় রেখে দিন।
পড়ুয়াদের বসার টেবিল বা বইয়ের মধ্যে ময়ূরের পালক রেখে দিন। তাতে পড়াশোনায় মনোযোগ বাড়বে।
বসার ঘরের পূর্ব দিকের দেওয়ালে ময়ূরের পালক রেখে দিন। তাতে বাড়িতে বিবাদ হবে না।
শোওয়ার ঘরে ময়ূরের পালক রাখলে বিবাহিত জীবন সুখের হয়।